আজ ৪ঠা মার্চ বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সিটিউট এ Cinemagames Perspective of Alexander Sokurov's "Russian Ark" & Q's " The Land of Cards" শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী জনাব ফায়জুল হক উদ্বোধন করেন। . সেমিনারে চলচ্চিত্র গবেষক জনাব সাজেদুল ইসলাম মুল প্রবন্ধ পাঠ করেন, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জনাব শেখর দাশ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সঞ্চালনা করেন পরিচালক জনাব জাহিদুল ইসলাম।
ঢাকার দারুস সালামস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ভবনের ৪র্থ ও ৫ম তলায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন, বাস টার্মিনাল বা সদরঘাট থেকে গাবতলি অভিমূখী যে কোন গাড়িতে করে দারুস সালাম আসা যায়। কল্যাণপুর ও টেকনিক্যাল এর মাঝখানে দারুস সালাম অবস্থিত।